বিজেপি মহিলা মোর্চার তরফে প্রধাননগর থানায় বিক্ষোভ-স্মারকলিপি প্রদান  

শিলিগুড়ি, ১৩ এপ্রিলঃ রাজ্যে প্রতিনিয়ত বাড়ছে ধর্ষনের ঘটনা।তা রুখতে কড়া ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মহিলাদের নিরাপত্তা প্রদানের দাবীতে প্রধাননগর থানায় বিক্ষোভ প্রদর্শন করল শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চা।


প্রসঙ্গত, গত ৫ এপ্রিল নদীয়া জেলার অন্তর্গত হাঁসখালিতে এক নাবালিকার সঙ্গে ধর্ষনের ঘটনা ঘটে।এই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।এই ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে এদিন মিছিলও করেন বিজেপি মহিলা মোর্চার সদস্যরা।এরপর প্রধাননগর থানায় বিক্ষোভ প্রদর্শন করে থানার আইসিকে স্মারকলিপি প্রদান করেন তারা।       

এই বিষয়ে মহিলা মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জুলি তামাং জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা।এরপরও মহিলারা সুরক্ষিত নয়।বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন মহিলারা।এই কারণে রাজ্যের মহিলাদের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার দাবী জানান তিনি।   


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *