শিলিগুড়ি, ২৮ জানুয়ারিঃ প্রচারে এসে পুর পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত।
জানা গিয়েছে, শুক্রবার ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বিবেক সিং ও ৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী শকুন্তলা মিশ্রার সমর্থনে প্রচারে আসেন সাংসদ রাজু বিস্ত।এদিন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে সঙ্গে নিয়ে প্রার্থীদের সমর্থনে ভোট প্রচার করেন তিনি।
প্রচারে বেরিয়ে পানীয় জল পরিষেবা নিয়ে বিগত পুর বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাংসদ।পাশাপাশি আশ্বাস দেন যদি শহরবাসী তাদের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসে তাহলে উন্নয়নের জোয়ার আসবে শহর জুড়ে।ক্ষমতায় এলে ১০ হাজার কোটি টাকার কাজ করবেন শহরবাসীর জন্য এমনটাই জানান রাজু বিস্ত।