কোচবিহারে কর্মীসভায় বিজেপি’কে খোলা চ্যালেঞ্জ মমতার

কোচবিহার,১৬ ডিসেম্বরঃ উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে কোচবিহারের রাসমেলা ময়দানে কর্মীসভা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিনের কর্মীসভায় বিজেপিকে একপ্রকার খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মুখ্যমন্ত্রী।বলেন, ‘বিজেপি কবে যুদ্ধ করবেন বলুন? রাজনীতির যুদ্ধ, গণতন্ত্রের যুদ্ধ। কবে করবেন বলুন। আমার সঙ্গে মানুষ আছে’। জোট বাঁধুন,তৈরি হন।আপনারা যদি হাঁটুজলে নামেন,তাহলে আমি মাথা জল পর্যন্ত নামবো ডুবতে হলে আমি প্রথম ডুববো।আপনাদের ডুবতে দেবো না’।


কোচবিহার গত লোকসভা নির্বাচনের ফলাফলকে উদ্ধৃত করে বিজেপিকে আক্রমণ করেন মমতা। বলেন, ‘লোকসভা নির্বাচনে কোচবিহারে আমরা হেরেছি। কিন্তু যারা জিতেছে তারা এখন গুন্ডামি করছে।কোচবিহারের মানুষ এসব মেনে নেবে না’।পাশাপাশি বলেন,‘বিজেপি সরকার ৬ বছরতো আছে, ভারতবর্ষকে কি দিয়েছো’?

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটে জিতেই শান্ত কোচবিহারকে অশান্ত করছে। আমরা যাকে তাড়িয়ে দিয়েছিলাম, তাকেই বিজেপি নিল! আমরা ভোট করার জন্য বাঙালি-রাজবংশী ভাগ করি না।কি নির্লজ্জ এই বিজেপি!আমার রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে ফোন করে বলছে, কথা আছে।অনুব্রত মণ্ডলকেও ফোন করেছিল বিজেপি থেকে।ফোন করে বলছে তোমার সঙ্গে আলোচনায় বসবো।ন্যূনতম সৌজন্যতা নেই’।


অন্যদিকে দলত্যাগীদের উদ্দেশ্যে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।বলেন,‘যারা প্রথম থেকে তৃণমূলে ছিল তারা কিন্তু আছেই।আর একটা দুটো যারা জোয়ারে এসেছিল তারা আবার ভাটায় চলে যায়। তাতে কিছু যায় আসে না। কারণ কাপড়-জামা বদলানো যায় আদর্শ বদলানো যায় না’।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMarsbahis YeniMeritking Girişpusulabet girişholiganbet