রাজগঞ্জ,১১ আগস্টঃ বিজেপি মহিলা মোর্চার তরফে বেলাকোবায় রাখি বন্ধন উৎসব পালন করা হল।
বৃহস্পতিবার রাজগঞ্জ বিধানসভার বিজেপির মহিলা মোর্চার উত্তর মন্ডলের পক্ষ থেকে বেলাকোবা ফাঁড়ি, বেলাকোবা স্টেশন, স্বাস্থ্যকর্মী ও পথ চলতি মানুষদের রাখি পড়িয়ে মিষ্টিমুখ করানো হয়।
উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার উত্তর মন্ডল সভাপতি মাধবী রায়, মায়া রায়,অর্জুন মন্ডল, দেবাশীষ দে, নিতাই মন্ডল, তপন রায় সহ অন্যান্যরা।