বিজেপি নেতা-কর্মীদের আটকের ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ সাংসদ রাজু বিস্ত এর

শিলিগুড়ি,১৭ আগস্টঃ শিলিগুড়িতে বিজেপি নেতা-কর্মীদের আটকের ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত।এদিন রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার নয়, তালিবানি সরকার চলছে’।


মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির যুব সংকল্প যাত্রার আয়োজন করা হয়েছিল।সেই যাত্রাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিলিগুড়ির হাশমিচকে।আটক করা হয় বেশকয়েকজন বিজেপি নেতা কর্মীকে।পরবর্তীতে শিলিগুড়ি থানায় গিয়ে আটক বিজেপি-নেতা কর্মীদের সঙ্গে দেখা করেন সাংসদ।সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র ক্ষোভপ্রকাশ করেন তিনি।বলেন,স্বাধীনতার ৭৫ দিবস পুর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।সেই কর্মসূচিকে পুলিশ দিয়ে আটকাতে চাইছে তৃনমূল সরকার।এইসব ঘটনাই প্রমাণ করে যে বর্তমানে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিছু নেই।আমি রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করছি পশ্চিমবঙ্গ বিনাশের পথে এগিয়ে চলেছে।এর মূল কারণ হল তৃনমূল সরকার।পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা হোক যাতে এখানকার মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *