শিলিগুড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ প্রথমে বন্ধুত্ব এরপর প্রেম।শুরু হয় ভিডিওকলে কথা বলা।এরমধ্যেই প্রেমিক তাঁর প্রেমিকার কিছু ছবি স্ক্রিনশট করে রাখে।এরপর সেইসব ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে নাবালিকা প্রেমিকাকে একাধিকবার ধর্ষন করে প্রেমিক।ঘটনার কয়েকবছর পর পুলিশের দ্বারস্থ হল প্রেমিকা।গ্রেফতার অভিযুক্ত।
উল্লেখ্য, ২০১৮ সালে শিলিগুড়ির বিধানরোডে টিউশন পরার সময় বাবুপাড়ার বাসিন্দা অভিজিৎ বর্মনের সঙ্গে বন্ধুত্ব হয় নাবালিকার।এরপর সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়।অভিযোগ, প্রেমিক ভিডিও কলে কথা বলার সময় নাবালিকার বেশকিছু অন্তরঙ্গ ছবি স্ক্রিনশট করে রাখে।সেই ছবি দেখিয়ে একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে যুবক।সেইসময় ভয়ে কাউকে কিছু জানায়নি নাবালিকা।
এরপর পড়াশোনার জন্য নাবালিকা কলকাতায় চলে যায়।এরমধ্যে বেশ কয়েকবছর কেটে যায়।সম্প্রতি নাবালিকাকে ফের বিয়ের জন্য চাপ দেয় যুবক।প্রেমিকা রাজি না হওয়ায় আগের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় যুবক।
ঘটনার পরই অবশেষে পুলিশের দ্বারস্থ হয় প্রেমিকা।রবিবার মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়।পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করে।ধৃতের বিরুদ্ধে পস্কো অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।