গেট বাজার ইয়ুথ ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন

শিলিগুড়ি, ১২ ফেব্রুয়ারিঃ গেট বাজার ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করা হল।


রবিবার ক্লাব প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিনের শিবিরে উপস্থিত ছিলেন মেয়র তথা স্থানীয় কাউন্সিলর গৌতম দেব।

জানা গিয়েছে, এদিনের শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ২৯ জন রক্তদাতা রক্তদান করেন।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis