পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে রক্তদান শিবিরের আয়োজন

রাজগঞ্জ, ১১  সেপ্টেম্বরঃ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দার্জিলিং জেলা কমিটির (সমতল) উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হল।


শনিবার বন শহীদ দিবস উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।আমবাড়ি তারঘেরা ময়দানের এই শিবিরে প্রচুর কর্মচারী রক্তদান করেন।সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠানো হবে।

শিবিরে উপস্থিত হয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের বনবিভাগের কর্মচারীদের তরফে বন শহীদ দিবস পালনের পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।এটা একটা ভাল উদ্যোগ।এখান থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের অনেকেই রক্তদান করতে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।


এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সম্পাদক সরজিত পাল, ফেডারেশনের দার্জিলিং জেলার সভাপতি এন্টনি রোজারিও, দার্জিলিং জেলার সম্পাদক অশোক বন্দ্যোপাধ্যায় সহ  অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *