শিলিগুড়ি,১২ জানুয়ারিঃ রক্ত সঙ্কট মেটাতে শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করল পি সি জৈন এন্ড সন্স। বৃহস্পতিবার শিলিগুড়ির মিলনপল্লীতে ২০০ তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরে প্রায় ৪০ ইউনিট রক্ত সংগৃহীত হয়।
শিলিগুড়ি তরাই ডুয়ার্স ব্লাড ব্যাংকের চেয়ারম্যান অনিল গোয়েল জানান,শুধুমাত্র রক্তদান শিবির নয়,তাদের সংস্থা থ্যালাসেমিয়া আক্রান্ত ৪৫ জনকে রক্তের যোগান দিয়ে চলছে।যদি কোনও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগী রক্তের সংকটে ভোগে তাহলে তার সহযোগিতায় তাদের সংস্থা সচেষ্ট হবে বলে জানান তিনি।পাশাপশি হিমোফিলিয়া রোগীদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।