শিলিগুড়ি,১৫ মার্চঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয়ের তরফে সেবক রোডের খাট্টু শ্যাম মন্দিরে আয়োজিত হল মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প।
মঙ্গলবার শ্যাম মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।শিবিরের মূল উদ্দেশ্য রক্ত সংকট মেটানো।এদিনের শিবির সকাল ৮টা থেকে শুরু হয়।সংগৃহীত রক্ত তরাই ব্লাড ব্যাঙ্ক এবং রোটারি ব্লাড বাঙ্কে পাঠানো হবে।
লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয়ের প্রাক্তন সভাপতি সিএ বিশাল জৈন বলেন,শিলিগুড়ি শহরে এখন অব্দি শোনা যায়নি যে রক্তের সংকটের কারণে মৃত্যু হয়েছে।এটাই শিলিগুড়ি সৌন্দর্য্য। এখানে স্বেচ্ছায় রক্তদান করেন মানুষ।
লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয়ের সহ-সভাপতি বিকাশ আগরওয়াল বলেন, এটা শুধু রক্তদান শিবির নয়, এটা একটা উৎসব।