শিলিগুড়ি, ১ এপ্রিলঃ পাটনায় আয়োজিত জাতীয় স্তরের মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করলেন শিলিগুড়ির গোপাল দাস।আর্থিক দুরবস্থার মধ্যে লড়াই করে এই সাফল্য গোপালের।
ছোট থেকেই শরীরচর্চা শুরু করেছিলেন গোপাল।এরপর ধীরে ধীরে বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করেন।বডি বিল্ডিং এর খরচ চালাতে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণও দেন তিনি।মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতার জন্য গত কয়েক মাস ধরে অনুশীলন করেছিলেন।এরপরই মেলে সাফল্য।জাতীয় স্তরের মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেন শিলিগুড়ির গোপাল।
এদিন গোপাল দাস বলেন, ছোটবেলা থেকেই বডি বিল্ডিং আমার ভালো লাগতো।তারপর থেকেই প্রফেশনালভাবে বডিবিল্ডিং শুরু করি।কোচ মনোজ দাসের তত্ত্বাবধানে বডি বিল্ডিং করে আজকে এই সাফল্য পেয়ে আমি ভীষণ খুশি।কোন স্পন্সর নেই তাই নিজে প্রশিক্ষণ দিয়ে টাকা উপার্জন করে বডি বিল্ডিং এর জন্য যাবতীয় খরচ করি।