জলপাইগুড়ি জেলার তৃণমূলের কো-অর্ডিনেটরের দায়িত্ব পাওয়ার পর বৈঠক করলেন অলক দাস

রাজগঞ্জ,২২ আগস্টঃ জলপাইগুড়ি জেলায় তৃণমূলের সাংগঠনিক দেখভালের দায়িত্ব পেয়েছেন অলক দাস। কো-অর্ডিনেটরের দায়িত্ব পেয়ে শনিবার জলপাইগুড়িতে পৌঁছান তিনি।


এদিন সংগঠনের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের সঙ্গে একপ্রস্থ বৈঠক করেন তিনি।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজগঞ্জ ব্লকের চেয়ারম্যান মোশারফ হোসেন, ব্লক সভাপতি লক্ষ্যমোহন রায় সহ অন্যান্য নেতৃত্বরা।  

অলোক দাস বলেন, আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি জেলার সাংগঠনিক বিষয়গুলি দেখার দায়িত্ব দিয়েছেন।এই কারণে সবস্তরে নেতাদের সঙ্গে পরিচয় পর্ব সারতে তিনি জলপাইগুড়িতে এসেছেন।এই প্রথম সফরে তিনি তৃণমূল এবং তৃণমূলের সব শাখা সংগঠনের নেতৃত্বের সঙ্গে দেখা করবেন।কোথায় সাংগঠনিক দুর্বলতা এবং গোষ্ঠী কোন্দল সহ কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলি শুনবেন।আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের সাংগঠনিক মজবুত করাই তার প্রধান লক্ষ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *