খড়িবাড়ি, ৫ এপ্রিলঃ সংরক্ষিত বনাঞ্চলে আগুন।শুক্রবার খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন টুকরিয়াঝাড় বনাঞ্চলে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, এদিন দুপুরে বনাঞ্চলে আচমকাই ধোঁয়া দেখতে পাওয়া যায়।স্থানীয়রা বনাঞ্চলে আগুন দেখতে পেয়ে পুলিশ ও বনদপ্তরকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ও টুকরিয়াঝাড় বনদপ্তরের কর্মীরা।স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়দের অনুমান, নেশাগ্রস্ত যুবকরা বনাঞ্চলে ঢুকে আগুন লাগিয়ে দেয়। ঘটনায় বনাঞ্চলের বেশকিছু মূল্যবান গাছের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।