ফুলবাড়িতে বন্ধ হয়ে রয়েছে এশিয়ান হাইওয়ে-২ এর শতাধিক পথবাতি,সমস্যায় স্থানীয়রা

রাজগঞ্জ,৯ জানুয়ারিঃ  ফুলবাড়িতে দীর্ঘ ছয় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে এশিয়ান হাইওয়ে-২ এর শতাধিক পথবাতি ও হাইমাস্ট লাইট।


রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি মার্ডার মোড় থেকে ফুলবাড়ি ইমিগ্রেশন তথা সীমান্ত চেকপোস্ট পর্যন্ত এশিয়ান হাইওয়ে-২ কর্তৃপক্ষ পথবাতি লাগালেও, কিছু মাস চলার পর তা বন্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েছেন সাধারন মানুষ থেকে গাড়ি চালকেরা।

স্থানীয়রা জানান, লাইটগুলি লাগানোর কিছু মাস পরেই তা বন্ধ হয়ে যায়। যার ফলে নানা রকম সমস্যা হচ্ছে। প্রচুর গাড়ি বাংলাবান্দা যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। অন্ধকারের জন্য গাড়ির সরঞ্জাম চুরি বেড়েছে বলে অভিযোগ। এছাড়া যাতায়াতেরও সমস্যা হচ্ছে।


এই বিষয়ে জেলা পরিষদের সদস্য দেবাশীষ প্রামাণিক বলেন, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ নেপাল সীমান্ত থেকে ফুলবাড়ি জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তা বানানোর সময় এই লাইটগুলি লাগায়। কিন্তু কয়েক মাস চলার পর আলো বন্ধ হয়ে যায়। আমি খোঁজ নিয়ে জানতে পারি অত্যাধিক বিদ্যুৎ বিলের জন্যই লাইটগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। এটি একটি কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। এখানে রাজ্য সরকারের কোনও হস্তক্ষেপ নেই। বিষয়টি জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডঃ জয়ন্ত রায়ের দেখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *