‘বন্দুক নিয়ে তাড়া করছে’- অভিযোগ শিলিগুড়ির মেয়রের

শিলিগুড়ি,১০ ডিসেম্বরঃ কাজ করতে গেলেই আরপিএফ নিয়ে এসে বন্দুক নিয়ে তাড়া করছে।একটা টয়লেট ব্লক করতে পারি না। স্ট্রিট লাইটের বিল আমরা দেবো, কিন্তু সেটাও করতে দিচ্ছেনা। ওরাও কোনও কাজ করবে না। রাজ্য সরকারকেও কাজ করতে দেবেনা। রেলের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও রেলের মন্ত্রী, রেলবোর্ডকে চিঠি দেবেন বলে জানিয়েছেন মেয়র।


শনিবার করে পুরনিগমের টক টু মেয়র অনুষ্ঠান করেন মেয়র গৌতম দেব। বিভিন্ন সমস্যা নিয়ে বাসিন্দাদের অভিযোগের কথা শোনেন।শনিবার ৪৭ নম্বর ওয়ার্ড থেকে এক ব্যক্তি ফোন করেছিলেন।সেখানে একটি রাস্তা তৈরির দাবি জানান।তখনই মেয়র জানান, রেলের জায়গায় কিছু করতে গেলেই আরপিএফ নিয়ে এসে বন্দুক নিয়ে তাড়া করছে।৩২ নম্বর ওয়ার্ডে আমাদের একজনকে গ্রেফতার করেছে।৩৩ নম্বর ওয়ার্ডে একটি কমিউনিটি হল সংস্কার হচ্ছে।সেখানেও ১৩ বার আরপিএফ গিয়েছে।

পাশাপাশি মেয়র আরও জানান, এগুলি রাজ্য সরকারের জায়গা। রেলকে দিয়েছিল উন্নয়নমূলক কাজের জন্য। কিন্তু ওরাও কোনও কাজ করছে না। এনজেপি, জংশনে রেলের কোয়ার্টারগুলি ভাঙা ও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেখানে রাতের অন্ধকারে অসামাজিক কাজ হয়। লাইট লাগাতে চাইলে জানতে চাওয়া হয় বিল কারা দেবে।আমরা জানিয়েছিলাম পুরনিগম দেবে।কিন্তু তারপরও লাইট লাগাতে দেয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *