দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ

আলিপুরদুয়ার,১৪ ডিসেম্বরঃ আলিপুরদুয়ারের দলগাঁও চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ।বুধবার সকালে খাঁচাবন্দী চিতাবাঘটিকে দেখতে এলাকায় ভিড় জমান প্রচুর মানুষ।


চা বাগান সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই চা বাগানে চিতার আনাগোনা লক্ষ্য করছিলেন বাগানের শ্রমিকরা।যে কারণে আতঙ্ক ছড়িয়েছিল চা শ্রমিকদের মধ্যে।এরপরই বাগানের টু ফাইভ সেকশনে চিতা ধরার খাঁচা পাতা হয়েছিল।এদিন চিতাটি ছাগলের লোভে খাঁচায় ঢোকে এবং আটক হয়।

দলগাঁও চা বাগানের ম্যানেজার মৃগাঙ্ক ভট্টাচার্য বলেন, বাগানের মধ্যে চিতা দেখতে পাচ্ছিল বাগানের শ্রমিকরা।আমরা বনদপ্তরের কাছে আবেদন জানিয়ে ছিলাম খাঁচা পাতার জন্য। সেইমতো খাঁচা পাতা হয়।এদিন সকালে বাগানের শ্রমিকরা প্রথম খাঁচাবন্দী চিতাটিকে দেখতে পায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *