প্রবল বৃষ্টিতে জিআরপিএফ এর বাউন্ডারি দেওয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত দূর্গানগর কলোনির বেশকিছু বাড়ি, ক্ষোভ বাসিন্দাদের

শিলিগুড়ি, ২০ জুনঃ রবিবার রাতে প্রবল বৃষ্টির জেরে শিলিগুড়ি মহাত্মা গান্ধী মোড়(এয়ারভিউ মোড়) সংলগ্ন জিআরপিএফ এর বাউন্ডারি দেওয়াল ভেঙে ক্ষতিগ্রস্ত দূর্গানগর কলোনির বেশকয়েকটি বাড়ি।


জানা গিয়েছে, জিআরপিএফ বাউন্ডারি দেওয়াল করার পর থেকেই নানান সমস্যার মুখোমুখি হতে হচ্ছে দূর্গানগর কলোনির বাসিন্দাদের।বহুবার এই বিষয়ে জিআরপিএফ কর্তৃপক্ষকে জানানো হলেও কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।এদিকে গতকাল রাতে প্রবল বৃষ্টিতে জিআরপির বাউন্ডারি দেওয়ালের একটা অংশ ভেঙে পড়ে।এরফলে সেখান থেকে আসা জল এলাকার বহু বাড়িতে ঢুকে যায়।ক্ষতিগ্রস্থ হয়েছে বেশকিছু বাড়ি।  ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।

এই খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে যান ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার পরিমল মিত্র।এলাকা পরিদর্শন করেন তিনি।প্রাক্তন কাউন্সিলর পরিমল মিত্র বলেন, ঘটনাটি বহুবার জিআরপিএফ কর্তৃপক্ষের কাছে জানানোর পরেও কোনোরকম সুরাহা হয়নি।আজ ফের একবার জিআরপিএফ এর উচ্চ আধিকারিকের সঙ্গে দেখা করে বিষয়টি জানানো হবে।


স্থানীয়রা বলেন, বর্ষার মরসুমে একটু বৃষ্টি হলেই জিআরপিএফ বাউন্ডারি দেওয়ালের জল বাড়ির ওপর দিয়ে বয়ে যায়।এর ফলে সমস্যায় পড়তে হয়।গতকাল রাতে ঘরে জল জমার কারণে বহু জিনিস নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *