রাস উৎসব উপলক্ষে সাতদিন ব্যাপী বাউল উৎসবের আয়োজন রাজগঞ্জের টাকিমারিতে

রাজগঞ্জ, ৯ নভেম্বরঃ রাস উৎসব উপলক্ষে সাতদিন ব্যাপী বাউল উৎসব শুরু হল রাজগঞ্জের টাকিমারিতে।মঙ্গলবার রাতে বাউল উৎসবের উদ্বোধন করেন অনুগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইক।


জানা গিয়েছে, রাজগঞ্জের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের টাকিমারির রাস উৎসব এবছর ২৪ তম বর্ষে পদার্পণ করেছে।এলাকার নবমিলন যুব সংঘ ও টাকিমারি বাজার কমিটির পরিচালনায় এই রাস উৎসব করা হয়।প্রতিবারের ন্যায় এবছরও উত্তরবঙ্গ লোকসংস্কৃতি ও বাউল উৎসব শুরু হয়েছে।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও ঝাড়খন্ড, অসম ও বাংলাদেশের শিল্পীরা এসেছেন।রাস উৎসব উপলক্ষে সাতদিন ব্যাপি মেলাও বসেছে।এছাড়া মডেলের মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা এবং সচেতনতামূলক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

কমিটি সূত্রে খবর, এলাকার মানুষের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।শুধু রাজগঞ্জ ব্লক নয়, জেলার বাইরে থেকেও প্রচুর মানুষ বাউল গান শুনতে আসেন।


এদিন উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শওকত মোল্লা, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির ৯ জন সদস্য তথা বিধায়ক, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য কৃষ্ণ দাস সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *