বয়স হয়েছিল ১০৪, বৃদ্ধার অন্তিম যাত্রাতে ডিজে ও নাচ-গান

রাজগঞ্জ ১৩ জুনঃ ডিজে বাজিয়ে, ব্যান্ড পার্টি নিয়ে, নাচতে নাচতে বৃদ্ধার মৃতদেহ নিয়ে যাওয়া হল শ্মশানে।দেখলে মনে হবে এ যেন এক উৎসব। কিন্তু আসলে উৎসব নয় অন্তিম যাত্রা ছিলো রাজগঞ্জের ১০৪ বছরের বৃদ্ধা মালতি সরকারের।


তবে জানা গিয়েছে, বৃদ্ধার শেষ ইচ্ছেতেই এমন আয়োজন।রবিবার রাজগঞ্জের পানিকৌরি অঞ্চলের দুবরাগছ গ্রামের ১০৪ বছরের বৃদ্ধা মালতি সরকারের মৃত্যু হয় বয়সজনিত কারনে।জীবিত অবস্থায় আনন্দ করে সময় কাটাতেই ভালোবাসতেন তিনি, শেষ ইচ্ছেও ছিলো শেষ যাত্রায় সকলে যাতে আনন্দ করে তার দেহ শ্মশানে নিয়ে যায়।যেকারণেই এই অভিনব উদ্যোগ গ্রহণ করে বৃদ্ধার পরিবার।

তার অন্তিম যাত্রার শুরুতে বাজছিলো ব্যান্ড পার্টি এবং শেষে ছিলো ডিজে।এরই মাঝে চার কাঁধে হেলে-দুলে শ্মশানে যাচ্ছিল মরদেহ, আর তাঁর পেছনে নাচতে নাচতে এগিয়ে চলেছেন পরিবার, আত্মীয় ও এলাকাবাসীরা।


বৃদ্ধার নাতি জানান, ঠাকুমা ১০৪ বছর হেসে খেলে জীবন কাটিয়ে শেষ বয়সে স্বাভাবিক নিয়মেই মারা গিয়েছেন, তাই এই মৃত্যু আনন্দের। তাছাড়া ঠাকুমার ইচ্ছের মান রাখতেও এমন ব্যবস্থা।

রবিবার এমন অভিনব ব্যাপার দেখতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন অনেক মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomMeritking Girişpusulabet girişholiganbetBets10holiganbet girişmarsbahis giriş