জালিয়াতি করে বিক্রি করে দেওয়া হয়েছে বাড়ি, শিলিগুড়িতে প্রতারণার শিকার বৃদ্ধ দম্পতি-গ্রেফতার ১

শিলিগুড়ি, ১৫ এপ্রিলঃ শিলিগুড়িতে এক বৃদ্ধ দম্পতির সঙ্গে লক্ষাধিক টাকা প্রতারণার ঘটনায় গ্রেফতার হল এক ফাইনান্স কোম্পানির এরিয়া ক্রেডিট ম্যানেজার।ধৃতের নাম সিলমন্ত ঘোষ।


জানা গিয়েছে, শিলিগুড়ি পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের অরবিন্দপল্লীতে থাকেন লিপিকা সরকার এবং তার স্বামী তরুণ সরকার।তাদের ছেলে কর্মসূত্রে বাইরে থাকেন।কিছুদিন আগে লিপিকা সরকার তার পরিচিত এক ব্যক্তিকে নিজের বাড়ি বিক্রির কথা বলেন।এরপর সঞ্জয় ঘোষ নামে এক ব্যক্তি বাড়ি কেনার জন্য আসেন।দম্পতির কাছ থেকে বাড়ির নথীর ফটোকপি নেন তিনি।পরবর্তীতে দম্পতিকে কিছু না জানিয়েই সেই ফটোকপির সাহায্যে জাল রেজিস্ট্রি করে নেয় সঞ্জয় ঘোষ।পাশাপাশি একটি ফাইনান্স কোম্পানি থেকে প্রায় ৪২ লক্ষ টাকা লোনও তুলে নেওয়া হয়।

পরবর্তীতে ফাইনান্স কোম্পানির এক কর্মী লিপিকা সরকারের বাড়িতে পৌঁছে লোনের বিষয়ে জানতে চাইলে বিষয়টি জানতে পারেন তিনি।ফাইনান্স কোম্পানির সেই কর্মীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তার বাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে এবং রেজিস্ট্রিও করা হয়েছে।


ঘটনার পর শিলিগুড়ি ও মাটিগাড়া থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়।তদন্তে নেমে মাটিগাড়া থানার পুলিশ জানতে পারে প্রতারণার মামলায় ফাইনান্স কোম্পানির এক সদস্য জড়িত।এরপরই গত ৯ এপ্রিল সেই ফাইনান্স কোম্পানির এরিয়া ক্রেডিট ম্যানেজার সিলমন্ত ঘোষকে গ্রেফতার করে পুলিশ।ধৃতকে আদালতে পেশ করে পাঁচ দিনের হেফাজতে নেওয়া হয়।তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সিলমন্ত ঘোষের সাহায্যেই ৪২ লক্ষ টাকা লোন নেওয়া হয়েছিল।ধৃতের ৫ দিনের হেফাজত শেষ হলে আজ তাকে ফের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *