শিলিগুড়ি, ২৮ অক্টোম্বরঃ শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী।ফের একবার ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে পুরনিগমের ২ নম্বর বরো অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হল দার্জিলিং জেলা বিজেপির ৩ নম্বর মন্ডল কমিটি।
শুক্রবার বরো অফিসের সামনে রাস্তায় বসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান বিজেপির ৩ নম্বর মন্ডল কমিটির সদস্যরা।বিক্ষোভে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অমিত জৈন সহ অন্যান্য কার্যকর্তারা।
বিজেপি কাউন্সিলর অমিত জৈন বলেন, ডেঙ্গি মোকাবিলায় পুরনিগম সম্পুর্নরূপে ব্যর্থ।মেয়র পরিদর্শন ছাড়া কিছুই করছে না।অবিলম্বে ডেঙ্গি মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ করুক পুরনিগম।তা না হলে লাগাতার আন্দোলনে নামা হবে বলে জানান তিনি।