শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ ফের মাদক পাচার চক্রের পর্দা ফাঁস করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশ।অভিযান চালিয়ে এক কিলো ব্রাউন সুগার ও নগদ টাকা সহ ৩ পাচারকারীকে গ্রেফতার করা হয়।ধৃতদের নাম বিশাল মন্ডল, মানিক মন্ডল এবং মনু লাল।বিশাল মন্ডল এবং মানিক মন্ডল ডালখোলা এবং মনু মালদার কালিয়াচকের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাটিগাড়া থানা সংলগ্ন জাতীয় সড়কে সন্দেহজনক একটি মালবাহী পিকআপ ভ্যানকে দাঁড় করায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার পুলিশ।তল্লাশি চালিয়ে সেই পিকআপ ভ্যান থেকে উদ্ধার হয় ১ কিলো ব্রাউন সুগার।পাশাপাশি একটি টাকার ব্যাগও উদ্ধার হয়েছে।সেই ব্যাগে প্রায় ৭ লক্ষ ৪৫ হাজার টাকা ছিল।
এরপর ডেপুটি ম্যাজিস্ট্রেট মণীষ যাদবের উপস্থিতিতে ৩ জনকে গ্রেফতার করা হয়।আজ ধৃত ৩ জনকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।