শিলিগুড়ি, ২৭ সেপ্টেম্বরঃ যৌথভাবে অভিযান চালিয়ে ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করল স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) এবং ভক্তিনগর থানার পুলিশ।ধৃতদের নাম প্রদীপ প্রসাদ এবং মহম্মদ সামশুল।ধৃত দুজন শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সূত্রের খবর, গোপন সূত্রে এসওজি এর কাছে খবর আসে যে ৩১ নম্বর জাতীয় সড়কের শহীদ মোড় এলাকায় ব্রাউন সুগার পাচার করা হবে।এরপর ভক্তিনগর থানার পুলিশকে নিয়ে শহীদ মোড়ে অভিযান চালিয়ে একটি স্কুটি আটক করে এসওজি আধিকারিকেরা।স্কুটিতে থাকা দুজনের তল্লাশি চালিয়ে ২৭৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।গ্রেফতার করা হয় দুজনকে।
এসওজি সূত্রে খবর, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য ৪০ লক্ষ টাকা।আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।