শিলিগুড়ি, ২ ডিসেম্বরঃ ভারতের অখন্ডতা রক্ষায় সীমান্তে সদা জাগ্রত রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। ৫৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গত একবছরের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন বিএসএফ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল সূর্যকান্ত শর্মা।
১৯৬৫ সালে সীমান্ত রক্ষী বাহিনীর(বিএসএফ)প্রতিষ্ঠা হলেও উত্তরবঙ্গে এই ফ্রন্টিয়ার প্রতিষ্ঠা পায় ১৯৮৮ সালে। সবচেয়ে বড় ফ্রন্টিয়ার হলেও গত একবছরে ভারত বাংলাদেশ সীমান্তে তাদের কাজকর্মের ধরণ অনেকটাই বেড়েছে।আধুনিক পদ্ধতি মেনে চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধ করতে সফল হয়েছে বিএসএফ।প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন ইন্সপেক্টর জেনারেল।
বিএসএফ নর্থবেঙ্গল ফ্রন্টিয়ার ইন্সপেক্টর জেনারেল সূর্যকান্ত শর্মা জানান, গত আগষ্ট মাসে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এরপরও বিজিবি’র সঙ্গে বিএসএফের সম্পর্ক ভালো রয়েছে।অনুপ্রবেশ রুখতে সিসিটিভি, বায়োমেট্রিক গেট সহ উন্নত মানের যন্ত্রের সাহায্যে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।১০ শতাংশ কাঁটাতারহীন বেড়া থাকলেও তা সমাধান করতে কাজ হচ্ছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এলে তা রুখতেও সবরকম ব্যবস্থা করা হচ্ছে।গরু পাচার রুখতে সবরকম ব্যবস্থা করা হচ্ছে।তিনবিঘা করিডোরে অনুপ্রবেশ রুখতে সবরকম ব্যবস্থা করা হয়েছে।