বিএসএফ’র তরফে সীমান্ত এলাকার মানুষদের স্বার্থে স্বচ্ছ পানীয় জল প্রকল্পের উদ্বোধন

ফাঁসিদেওয়া, ২০ মেঃ সীমান্তে বসবাসকারী মানুষদের স্বার্থে স্বচ্ছ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলো বিএসএফ।


সোমবার ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্তে ১৭৬ নম্বর ব্যাটেলিয়নের বানেশ্বর জোত এলাকায় আর্সেনিক এবং আয়রন অপসারণের রো প্ল্যান্ট চালু করা হল। এদিন এই প্রকল্পের উদ্বোধন করেন বিএসএফের আইজি এসকে শর্মা, ইন্সপেক্টর সঞ্জয় পান্ত, কোম্পানি কমান্ডেন্ট সুজিত কুমার দাস।

এই পানীয় জল প্রকল্প তৈরি হওয়ায় অনেকটাই খুশি এলাকার মানুষ।এখান থেকে সীমান্ত এলাকার প্রায় ১০-১২টি গ্রামের মানুষ জল পরিষেবা পাবেন।২৪ ঘন্টা এই পরিষেবা চালু থাকবে বলে জানান আইজি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywingrandpashabet girişcasibom girişcasibom girişdeneme bonusuDeneme Bonusu Veren Sitelercasibom girişdeneme bonusu