বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দিলেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়

কোচবিহার, ১৫ নভেম্বরঃ কোচবিহারের বালাভূত ১৪ নম্বর ব্যাটেলিয়ানের মধ্য বালাভূত বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ জওয়ানদের ভাইফোঁটা দিলেন তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা রায়।


দেশের বিভিন্ন সীমান্তে সুরক্ষায় অটল থাকেন জওয়ানরা।উৎসবেও পরিবার ও পরিজনদের ছেড়ে দূরে থাকতে হয় তাদের।তাদের কথা মাথায় রেখে এবং জওয়ান ভাইদের দীর্ঘায়ু কামনায় ভাইফোঁটা দিলেন বিধায়ক।

এই বিষয়ে বিধায়ক মালতি রাভা রায় বলেন, অতন্দ্র প্রহরার মাধ্যমে দেশকে এবং দেশের মানুষকে সুরক্ষা দিয়ে চলেছেন বিএসএফ জওয়ানরা।পরিবার থেকে বহু দূরে থেকে আমাদের সুরক্ষায় যারা দিনরাত কাজ করছেন তাঁদের সুরক্ষার জন্য বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে ভাইফোঁটা দেওয়া হল।


 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomdeneme bonusuMARSJOJO