শিলিগুড়ি, ১৯ আগস্টঃ শিলিগুড়ি বয়েজ হাইস্কুল সংলগ্ন বিএসএনএল অফিসের সামনে একটি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বাড়ির ভেতর ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল বিভাগ ও শিলিগুড়ি থানার পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন, শিলিগুড়ি থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা।দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
কি কারনে এই অগ্নিকান্ডের ঘটনা তা এখনও স্পষ্ট নয়।তবে দমকল বিভাগের প্রাথমিক অনুমান মূলত শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।