বাগডোগরা, ২৩ মেঃ আজ বুদ্ধ পূর্ণিমা।গোটা রাজ্যের পাশাপাশি বাগডোগরায় চিরাচরিত রীতি অনুযায়ী বুদ্ধ জয়ন্তী পালন করা হল।
বৃহস্পতিবার সকালে বাগডোগরার দাঁড়াগাওঁ এর বুদ্ধ মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাগডোগরার বিভিন্ন এলাকা পরিক্রমা করে।এদিনের শোভাযাত্রায় প্রচুর সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ অংশগ্রহণ করেন।বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক মাথায় নিয়ে শোভাযাত্রায় অংশ নেন মহিলারা।
আজ সারাদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান চলবে বলে জানা গিয়েছে।