বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সৌরভ গাঙ্গুলি।জানা গিয়েছে,শনিবার সকালে জিম করার সময় বুকে ব্যাথা অনুভব করেন সৌরভ গাঙ্গুলি।বাড়িতেই ওয়ার্ক আউট করার সময় ব্ল্যাক আউট হয়ে পড়ে যান তিনি।এরপরই তাকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর, উডল্যান্ডসের ইমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি।প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকদের সন্দেহ, কার্ডিয়াক সিনকোপ হয়েছে সৌরভের। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।
অন্যদিকে টুইট করে সৌরভ গাঙ্গুলির দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।