আলিপুরদুয়ার,৫ জানুয়ারিঃ বুনো হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির।মৃতের নাম দুলাল মজুমদার(৪৫)।ঘটনায় শোকের ছায়া ফালাকাটার ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর এলাকায়।
জানা গিয়েছে, বুধবার রাতে সুপারি বাগান ভাঙার শব্দ পেয়ে ঘর ছেড়ে বেরিয়েছিলেন দুলাল বাবু।সেইসময় বুনো হাতিটি তার ওপরে হামলা চালায়।নিমেষে তাকে পিষে দেয় ওই বুনো দাঁতাল।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।