ফাঁসিদেওয়া, ২৭ মার্চঃ দুটি যাত্রীবাহী বাসের রেষারেষি।নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি বাস।ফাঁসিদেওয়ার ঘোষপুকুরের মাদাতি টোলপ্লাজার সামনে এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, এদিন বিধাননগর থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে আসছিল দুটি বাস।মাঝপথে দুটি বাসের মধ্যে রেষারেষি শুরু হয়।এরপর একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময়ই দুর্ঘটনা কবলে পড়ে এবং উল্টে যায় একটি বাস।ঘটনায় ২ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী গুরুতর জখম হয়।আরও ১০ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও অন্যান্য যাত্রীরা আহত হয়েছেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।আহতদের উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।এদিকে গুরুতর জখম পরীক্ষার্থীদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক বাসের চালক।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।