প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা বুটা সিংহ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণের খবর পেয়ে ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
এছাড়াও ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক,কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল।