বক্সা পাহাড়ের প্রত্যন্ত গ্রামে বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিটের উদ্বোধন

আলিপুরদুয়ার, ২৭ নভেম্বরঃ শনিবার আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড়ের প্রত্যন্ত এলাকায় বক্সা ডুয়ার্স কমিউনিটি হেলথ ইউনিটের  উদ্বোধন করা হল।স্বাধীনতা পর এই প্রথম বক্সা পাহাড়ে কোনো হেলথ ইউনিটের উদ্বোধন হল।


এতদিন বক্সা পাহাড়ে কোনো স্বাস্থ্যকেন্দ্র ছিল না।বিভিন্ন সমস্যায় পড়তে হত ১৩টি গ্ৰামের বাসিন্দাদের।রোগীকে কাঁধে করে পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে সন্তলাবাড়ি পর্যন্ত নিয়ে আসতে হত।এরপর সেখান থেকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হত।

জানা গিয়েছে, আপাতত তিন শয্যা বিশিষ্ট এই হেলথ ইউনিট শুরু করা হল।এদিন বক্সা পাহাড়ের কমিউনিটি হেলথ ইউনিটের উদ্বোধন করেন আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা।এছাড়াও উপস্থিত ছিলেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন, কালচিনি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ সুভাষ কুমার কর্মকার সহ অন্যান্যরা।


এই বিষয়ে জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জানান,  এই হেলথ ইউনিটে আপাতত একজন আশাকর্মী থাকবেন।এছাড়া সপ্তাহে একদিন একজন চিকিৎসক এসে আউটডোর পরিষেবা দেবেন এমনটাই কথাবার্তা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *