সিএএ ও এনআরসি সমর্থনে বিজেপির যুব মোর্চার পথসভা

শিলিগুড়ি,৩০ জানুয়ারিঃ সারা দেশ জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষকে সিএএ ও এনআরসি এর বিষয়ে বার্তা পৌঁছে দিতে নানারকম কর্মসূচি পালন করা হয়|


এই কর্মসূচিতে আজ শিলিগুড়িতে হাতি মোড়ে ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার যুব মোর্চার পক্ষ থেকে একটি পথসভা আয়োজন করা হয়| এই পথসভায় মূল বিষয় ছিল শিলিগুড়ি পুর নিগমের বাম বোর্ডের ব্যর্থতা এবং সিএএ ও এনআরসির সম্বন্ধিত বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছানো|


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis