কালীপুজোয় সব ধরণের বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট

কালিপুজো ও দীপাবলিতে সব ধরণের বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট।পাশাপাশি জগধাত্রী পুজো, ছট পুজোতেও সমস্তরকম বাজি নিষিদ্ধ করা হয়েছে।


কিছুদিন আগে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে শুধুমাত্র পরিবেশ বান্ধব বাজির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল।বাজি পোড়ানোর সময়সীমাও বেঁধে দিয়েছিল পর্ষদ।

তবে শুক্রবার সমস্তরকম বাজি পোড়ানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট।হাইকোর্ট জানায়,করোনার তৃতীয় ঢেউ এর আশঙ্কা রয়েছে।এছাড়া গ্রিন বাজি চিহ্নিত করার উপায় পুলিশের নেই।সেই পরিস্থিতিতে কোনোরকমের বাজি পোড়ানো যাবে না।বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকার। বৃহত্তর স্বার্থের কথা ভেবে ক্ষুদ্রতর স্বার্থকে উপেক্ষা করা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *