শিলিগুড়ি,১২ মার্চঃ ক্যান্সার নিয়ে সচেতনতা শিবির হল ময়নাগুড়ি কলেজে। কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে ও মণীশা নন্দী ফাউন্ডেশনের সহযোগিতায় শুক্রবার ক্যান্সার সচেতনতা শিবিরটি হয়। সেখানে কলেজ পড়ুয়া ও অধ্যাপক অধ্যাপিকাদের ক্যান্সার রোগ নিয়ে সচতেন করতে শিবিরে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ সপ্তর্ষী ঘোষ।
মূলত স্তন ক্যান্সার সহ আরও অন্যান্য ক্যান্সার নিয়ে সচেতন করা হয় পড়ুয়াদের। ক্যান্সার রোগের লক্ষণ ও রোগ ধরা পড়লে কী করা উচিত তা নিয়ে বক্তব্য রাখেন ডাঃ সপ্তর্ষী ঘোষ। তিনি জানান, “এখন কমবয়সীদের মধ্যেও নানা ধরনের ক্যান্সার ধরা পড়ছে। ফলে আগেভাগেই যদি রোগ ধরা পড়ে তাহলে চিকিৎসার ফলে নিরাময় সম্ভব। এমন ধরনের সচেতনতা শিবির হলে অনেকেই সচেতন হতে পারবেন।”