শিলিগুড়িতে ছাত্রী খুনের ঘটনায় ১২ ঘণ্টা বনধের ডাক, বিরোধিতায় রাস্তায় নামল তৃণমূল

শিলিগুড়ি,২৪ আগস্টঃ ছাত্রী খুনের ঘটনায় আজ শিলিগুড়িতে ১২ ঘণ্টার ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।এই বনধের বিরোধিতায় রাস্তায় নামতে দেখা গেল তৃণমূলকে।


এদিন সকালে তৃণমূলের তরফে রাস্তায় নেমে ব্যবসায়ীদেরকে অনুরোধ করা হয় দোকানপাট খোলার জন্য। শিলিগুড়ির হিলকার্ট রোড,সেবক রোড,বিধান মার্কেটে যান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব,দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ জেলা নেতৃত্বরা।সেখানে গিয়ে ব্যবসায়ীদের দোকানপাট খোলার আবেদন জানান তারা।

অন্যদিকে জনজীবন স্বাভাবিক রাখার আবেদন করেন মেয়র গৌতম দেব এবং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ।


One thought on “শিলিগুড়িতে ছাত্রী খুনের ঘটনায় ১২ ঘণ্টা বনধের ডাক, বিরোধিতায় রাস্তায় নামল তৃণমূল

  1. Prasanta Roy says:

    Really! I didn’t see a nonsense Democracy System like TMC
    in my life in siliguri.
    a nonsense and idiotic political party in this hell.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *