শিলিগুড়ি, ১৯ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতারের পর সিবিআইকে ধন্যবাদ জানিয়ে হাসমি চকে চকলেট বিতরণ করলো ABVP।
কিছুদিন আগে দুর্নীতি মামলায় বিশ্ববিদ্যালয়ে এসে উপাচার্যের আবাসন ও অফিসে তল্লাশি চালায় সিবিআই।এরপর আজই এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়।সেই খুশিতে এদিন ABVP ছাত্র সংগঠন হাতে ফেস্টুন নিয়ে সিবিআইকে ধন্যবাদ জানায়।পাশাপাশি চকলেট বিতরণ করেন তারা।
এই বিষয়ে সংগঠনের প্রদেশ সম্পাদক শুভব্রত অধিকারী বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমারা লাগাতার আন্দোলন করেছি।এর জন্য পুলিশের হাতে বারংবার গ্রেফতার ও হেনস্থা হয়েছি।আজ তার নৈতিক জয়।সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছে সুবীরেশ ভট্টাচার্য।এই জয় গণতন্ত্রের জয়।