খুঁটি পুজোর মাধ্যমে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করল সেন্ট্রাল কলোনী দুর্গা পুজা কমিটি

শিলিগুড়ি, ১৯ জুলাইঃ করোনা আবহেই ঢাকে পড়ল কাঠি।খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর আয়োজন শুরু করল শিলিগুড়ির সেন্ট্রাল কলোনী দুর্গাপুজা কমিটি।


দক্ষিনবঙ্গের পর প্রত্যেকবছরই উত্তরবঙ্গের সেরা পুজা উপহার দিয়ে থাকে শিলিগুড়ির সেন্ট্রাল কলোনী দুর্গাপুজা কমিটি।করোনার জেরে ২০২০ সালে সরকারিবিধি মেনেই আকর্ষনীয় পূজা মন্ডপ উপহার দিয়েছিল সেন্ট্রাল কলোনী দুর্গাপুজা কমিটি।২০২১ সালের আসন্ন পুজাতেও সেই আশায় বুক বেঁধেছে পুজো কমিটি।

প্রথা মেনে প্রতিবছরের মত এবারও উলটো রথের দিনে খুঁটি পূজা সম্পন্ন করল সেন্ট্রাল কলোনী দুর্গাপুজা কমিটি।এদিনের খুঁটি পুজোয় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


কমিটির সদস্য অসীম ভৌমিক জানান,সারাদেশ তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রয়েছে।নতুন করে রাজ্য কি বিধিনিষেধ হবে তা সকলের অজানা,তবে যাই হোক সরকারী নিয়ম মেনেই গতবারের মতো এবারও দুর্গাপুজোর আয়োজন করবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *