করোনার কোপ, শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির দুর্গোপুজো নিয়ে বড় ঘোষণা

শিলিগুড়ি, ১ জুলাইঃ করোনার থাবায় জর্জরিত গোটা বিশ্ব। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। সেকারণে এবার মহামারির জন্য বিগ বাজেটের দুর্গোপুজোও হবে ছোট করেই। বুধবার শিলিগুড়ির সেন্ট্রাল কলোনি দুর্গোপুজো কমিটির খুঁটিপুজো সম্পন্ন হয়। এদিন কর্মকর্তারা জানান, এখানে পুজো ঘিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কিন্তু এবার বাজেট কমিয়ে আনা হয়েছে। ছোট করেই পুজো হবে। মেলা বসবে না। দর্শনার্থীরা যারা আসবেন তাদের কাছে অনুরোধ মাস্ক পড়ে আসবেন। প্রসঙ্গত করোনার জেরে এবার শিলিগুড়ির অধিকাংশ দুর্গোপুজো কমিটি গুলি ছোট করে পুজো করার সিদ্ধান্ত নিয়েছে।


One thought on “করোনার কোপ, শিলিগুড়ির সেন্ট্রাল কলোনির দুর্গোপুজো নিয়ে বড় ঘোষণা

  1. Neel ghosh says:

    Theek akdom.. chotoo koree pujo kora ebar proyojon..karon shobar ai corona er jereyy shobar e obhosta khrab

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibom 760 girişJojobetjojobetCasibom GirişJojobet GirişcasibomCasibomHoliganbet GirişMeritkingMarsbahis