কৃষক আন্দোলনের সমর্থনে রাস্তায় নামল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন

শিলিগুড়ি, ১ ডিসেম্বরঃ সারা দেশে চলমান কৃষক আন্দোলনের সমর্থনে  এবং আন্দোলনরত কৃষকদের উপর পুলিশি বর্বরতার বিরুদ্ধে রাস্তায় নামল সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন।


মঙ্গলবার শিলিগুড়িতে সংগঠনের পক্ষ থেকে  ডাকঘর এর সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়।দুপুর ২টো থেকে বিকেল ৪টে অবধি চলে এই কর্মসূচি।  

প্রসঙ্গত, কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে বিরোধী সমস্ত রাজনৈতিক সংগঠন।কেন্দ্রের কৃষি বিল সহ বিভিন্ন নীতির বিরুদ্ধে একত্রিত হয়ে আন্দোলন শুরু করে কৃষকরা।সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য আন্দোলনকারীদের নির্বিচারে লাঠিচার্জ করা হয়।এই বর্বরতার বিরুদ্ধে সরব হয়েছে  কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশন।  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

casibomjojobetCasibomholiganbet girişcasibom girişCasibomcasibomcasibom girişCASİBOMholiganbet girişizmir escort bayanCasibom Girişcasibomcasibom güncel girişcasibom güncelCasibomCasibom Girişholiganbetholiganbet girişcasibom giriş