ফাঁসিদেওয়া, ১৪ সেপ্টেম্বরঃ ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার মতিধর-বিজলীমনি চা বাগানের ড্রেন থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম বিজয় ঘোষ(২৭)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক একটি খাবারের হোটেলে কাজ করত।এদিন সকালে বাগানের কর্মীরা ড্রেনের মধ্যে যুবকের মৃতদেহ দেখতে পান। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।
পরে বিধাননগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।