ফাঁসিদেওয়ায় চা বাগানের শ্রমিকদের পরিচয়পত্র প্রদান করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক

ফাঁসিদেওয়া, ৩০ নভেম্বরঃ বুধবার ফাঁসিদেওয়া ব্লকের কমলা চা বাগানে একশো জন শ্রমিকের হাতে পরিচয়পত্র প্রদান করলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।


জানা গিয়েছে, অভিষেক ব্যানার্জীর নির্দেশে পরিচয়পত্র প্রদান শুরু হয়েছে।আগামীকাল‌ও বাগরাকোট বাগানে একইভাবে পরিচয়পত্র প্রদান করা হবে।পাশাপাশি ৫০টি ক্রেশ ও স্বাস্থ্যকেন্দ্র বাগানে তৈরি করা হবে।

এদিন শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে চা শ্রমিকদের বেতন ৬৭ টাকা থেকে ২৩২ হয়েছে।পানীয় জল থেকে রেশন বিনামূল্যে দেওয়া হচ্ছে।চা সুন্দরী প্রকল্পের কাজ চলছে।১২হাজার বাড়ি হচ্ছে।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিল্ডিং ও নির্মান বোর্ডের চেয়ারম্যান ঋতব্রত ব্যানাজী সহ শ্রম দপ্তরের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *