মহাশিবরাত্রীতে চাঁদমুনী মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়  

শিলিগুড়ি, ১ মার্চঃ আজ মহাশিবরাত্রী।মাটিগাড়া সংলগ্ন চাঁদমুনী শিব মন্দিরে উপচে পড়েছে ভক্তদের ভিড়।এদিন সকাল থেকে লম্বা লাইন দেখা যাচ্ছে ভক্তদের।পরিস্থিতি সামাল দিতে কড়া নজরদারি রয়েছে পুলিশের।প্রচুর সংখ্যায় মহিলা ও পুরুষ পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে।


মহাশিবরাত্রী উপলক্ষে প্রতিবছর চাঁদমনি মন্দির চত্বরকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়।এবারে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে।পাশাপাশি ভক্তদের কোনো অসুবিধা যাতে না হয় তার ওপরও নজর দেওয়া হয়েছে।পাশাপাশি মেলারও আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য, এই চাঁদমুনি মন্দির খুবই বিখ্যাত।এই মন্দির সম্পর্কে অনেক তথ্য এবং কাহিনী কথিত রয়েছে।মহাশিবরাত্রীর দিনে দূর-দূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে মন্দিরে আসেন।কথিত রয়েছে এই মন্দিরে পুজো দিয়ে মন থেকে কিছু চাইলে সেই মনস্কামনা পূরণ হয়।এই কারণে শ্রাবণ মাস এবং মহা শিবরাত্রীতে পুজো দিতে প্রচুর ভক্তের সমাগম হয়।


এই বিষয়ে মন্দিরের পূজারি জানান, এই স্থানে মা সতীর দেহের অংশ পড়েছিল। সেই থেকে এই স্থানটি শক্তিপীঠ হিসেবে আবির্ভূত হয়।এখানে শিবলিঙ্গ নিজেই অবতীর্ণ হয়েছিল। এখানে আগে জঙ্গলি বাবা নামে এক ঋষি পুজো করতেন।বর্তমানে তারই সপ্তম প্রজন্ম এই মন্দিরের দেখাশোনা করছেন।এই মন্দিরে পুজো দিয়ে কেউ যদি মন থেকে কিছু চায় তাহলে অবশ্যই সেই ইচ্ছে পূরণ হয়।প্রতি বছরের মতো এবছরও ভক্ত-দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে।

       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *