চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চাইলেন ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান, চাপে পড়লো শাসকদল

আলিপুরদুয়ার, ৩১ জুলাইঃ শারীরিক অসুস্থতার কারন দেখিয়ে আলিপুরদুয়ারের ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান পদ থেকে দলের কাছে অব্যাহতি চাইলেন ফালাকাটা পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ মুহুরি।


সরকারিভাবে পদত্যাগ পত্র জমা না দিলেও দলীয় জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক, ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভব্রত দে ও ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের  কাছে লিখিত আকারে এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।তার এই সিদ্ধান্ত নিয়ে রীতিমতো চাপে পড়েছে শাসক দল।

জানা গিয়েছে, পৌরসভা নির্বাচনে ফালাকাটার ১৮টি ওয়ার্ডেই বিপুল ভোটে জয়ী হয় শাসক দল।বিরোধীশূন্য হয় ফালাকাটা পৌরসভা।


এই বিষয়ে প্রদীপ মুহুরি বলেন ‘চেয়ারম্যানের আসনে বসার পরেই আমার ডায়াবেটিস ধরা পড়ে।এছাড়াও বিভিন্ন সমস্যার কারণে গুরুত্বপূর্ণ চেয়ার সামলানো আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না।দল ও কাউন্সিলর পদ কোনোটাই ছাড়ছি না।তবে দলের কাছে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি চেয়েছি।দলের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে পরিবর্তন করা সম্ভব না।দল যখন অনুমতি দিচ্ছে না তাই চেয়ারম্যানের কাজ তিনি চালিয়ে যাবেন এবং অন্যান্য কাউন্সিলররা তাকে সহযোগিতা করছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *