শিলিগুড়ি, ১৬ জুলাইঃ বেকার যুবক যুবতিদের সরকারি হাসপাতালে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ(এসওজি) এবং ডিকেটটিভ ডিপার্টমেন্ট(ডিডি)।গ্রেফতার দুজনের মধ্যে একজন মহিলা।ধৃতদের নাম শুভশ্রী মোদক(২৫) এবং অমিত মন্ডল(৩৯)।
জানা গিয়েছে, প্রধাননগর থানার অন্তর্গত জংশনের কাছে শুভশ্রী মোদক এবং অমিত মন্ডল ‘আইডিল ক্যারিয়ার কনসালটেন্সি’ নামে একটি অফিস খোলে।অভিযোগ, এই অফিসের মধ্য দিয়েই বেকার যুবক যুবতিদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা নেয় তারা।২০ জন বেকার যুবক যুবতির কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।এখনও অবধি দুজনের নামে প্রায় ১৩টি মামলা দায়ের করা হয়েছে।
এক অভিযোগকারী বলেন, তারা একটি দৈনিক সংবাদপত্রে বিজ্ঞাপন দেখে এই অফিসে যোগাযোগ করেন।এরপর ৬ জন ‘আইডিয়াল ক্যারিয়ার কনসালটেন্সি’র সঞ্চালককে ১ লক্ষ ৩০ হাজার টাকা করে দেন।তবে এখনও অবধি কোনো চাকরি পাননি যুবক যুবতিরা।এরপরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।