ধর্মঘটে প্রাণ রক্ষার্থে বাস চালকদের মাথায় হেলমেট

শিলিগুড়ি, ৮ জানুয়ারিঃ বিভিন্ন ট্রেড ইউনিয়নের ডাকে সারা ভারত ধর্মঘট চলছে। এই অবস্থায় বাস চালকদের সুবিধার্থে হেলমেট বাধ্যতামূলক করলো এনবিএসটিসি কর্তৃপক্ষ। আজ সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে যেসব সরকারি বাস ছাড়ে সেসব বাসের চালকদের মাথায় ছিল হেলমেট।


বহু জায়গায় দেখা যায় বনধ সমর্থনকারীরা বাস চালকদের লক্ষ্য করে পাথর, ইট ছোড়ে। জখম হন চালকেরা। যেকারণে চালকদের ধর্মঘটের দিন হেলমেট পড়তে বলা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

MARShttps://www.cellerini.it/girişcasibom girişcasibomcasibom girişbahsegelmarsbahis