শিলিগুড়ি, ১১ মার্চঃ ‘টক টু চেয়ারম্যান’ এর পর এবারে চালু হচ্ছে ‘মেয়রকে বলুন’ পরিষেবা।
প্রশাসক পদে দায়িত্ব নেওয়ার পর শহরের মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনতে চালু করা হয়েছিল ‘টক টু চেয়ারম্যান’ পরিষেবা।সেইসময় বহু মানুষ টেলিফোনে নিজেদের অসুবিধের কথা সরাসরি জানিয়েছিলেন প্রশাসক গৌতম দেবকে।সেইসময় কিছু সমস্যার সমাধানও করেছেন তিনি।ফের সেই পরিষেবা চালু করতে উদ্যোগী হয়েছেন মেয়র গৌতম দেব।
আগামীকাল থেকেই ‘মেয়রকে বলুন’ পরিষেবা চালু হবে।প্রত্যেক শনিবার সকাল ১১টা থেকে ১২টা অবধি এই পরিষেবা মিলবে।টেলিফোনে সরাসরি সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনবেন মেয়র।এই পরিষেবার বিষয়ে সাধারণ মানুষ যাতে জানতে পারেন তার জন্য শহরের বিভিন্ন প্রান্তে পুরনিগমের তরফে পোস্টারও লাগানো হয়েছে।
এবারও এই পরিষেবায় ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে আশাবাদী মেয়র গৌতম দেব।