চালু হল কৃষান রেল, জলপাইগুড়ি টাউন স্টেশনে হল ট্রেনের উদ্বোধন

জলপাইগুড়ি, ৩০ জানুয়ারিঃ আজ থেকে চালু হল কৃষান রেল।জলপাইগুড়ির আলু নিয়ে আগরতলা ছুটবে এই কৃষান রেল।এদিন জলপাইগুড়ি টাউন স্টেশনে ট্রেনের উদ্বোধন করলেন জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় ও রেলের আধিকারিকরা।এই রেল পরিষেবা চালু হওয়ায় খুশি কৃষক থেকে সাধারণ মানুষ।


জানা গিয়েছে, এতদিন জলপাইগুড়ি থেকে কৃষিজাত পণ্য ভীন রাজ্যে পাড়ি দিতে প্রচুর টাকা খরচ করতে হত কৃষকদের।এরফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মুল্য পেত না।এই কারনের এই পরিষেবা চালু করা হল।

রেলের তরফে জানা গিয়েছে, কৃষান রেলে মোট বগি রয়েছে ১৮টি।প্রতি বগিতে ২৪ টন করে আলু পাঠানো হবে।আপাতত সপ্তাহে একদিন করে চলবে কৃষাণ রেল।আপাতত ত্রিপুরা থেকে ডিমান্ড এসেছে তাই আলু ত্রিপুরা পাঠানো হচ্ছে।পরবর্তীতে অন্যান্য রাজ্যগুলি ডিমান্ড পাঠালে সেই রাজ্যগুলিতেও পাঠানো হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *