টানা লকডাউনের জেরে কার্যত ধুঁকছে উত্তরবঙ্গের অন্যতম শিল্প ‘চা’ শিল্প।যার প্রভাব ইতিমধ্যে দেখা দিয়েছে।এই অবস্থায় এই শিল্পকে বাঁচাতে নবান্ন থেকে নির্দেশিকা ১৫% শ্রমিক নিয়ে চালু করতে হবে চা-বাগান।
নবান্নের এই নির্দেশিকায় চা বাগানের অর্থনৈতিক বিপর্যয় সমাধান করা সম্ভব কিনা তা নিয়ে সংশয়ে মালিক-শ্রমিকেরা। ইতিমধ্যেই তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরলের মত রাজ্য তাদের এই শিল্পকে বাঁচাতে সাবধনতা অবলম্বন করে বাগানগুলিকে সম্পুর্ণরুপে খুলে দিয়েছে।কিন্তু বাংলায় শুধুমাত্র ১৫% শ্রমিকদের কাজ করার মঞ্জুরি মিলেছে।এমতাবস্থায় ১৫% শ্রমিক দিয়ে বাগান খুলে বাগানের অর্থনীতি কতটা পুনরুদ্ধার করা সম্ভব তা নিয়ে উঠেছে প্রশ্ন।
এই বিষয়ে মাঝিরডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানান,১৫% শতাংশ লোক দিয়ে চা বাগান চালু করা যাবেনা।এই ১৫% লোক দিয়ে শুধুমাত্র পাতা ছাটতে চলে যাবে অন্য কিছু আর হবে না।
এই বিষয়ে বিজেপি চা বাগান সংগঠন বিটিডব্লুইউ এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাজেষ বারলা জানান, ১৫% লোক নিয়ে বাগান খোলার বিষয়টির আমরা বিরোধিতা করছি।কেননা এতে চা বাগানে ঝামেলা হবে।কোন ১৫% শ্রমিক আগে কাজ করবে এই নিয়ে লড়াই লেগে যাবে আর এই মুহূর্তে চা বাগানের শ্রমিকদের অবস্থা খুব খারাপ।আমাদের দাবি বাগান কর্তৃপক্ষকে লকডাউন চলাকালীন শ্রমিকদের বেতন দিতে হবে।